সাতক্ষীরা সীমান্তে ফেনসিডিলসহ-২ ও অবৈধভাবে পারাপারের সময় আটক-২
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তে বডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পৃথক দু’টি অভিযানে ৭৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারি এবং অবৈধভাবে পারাপারের সময় এক ভারতীয় নাগরিকসহ দু’জনকে আটক করেছে।
মঙ্গলবার(১৫ অক্টোবর)সকালে সাতক্ষীরা সদরের গাংনি ব্রিজ ও লক্ষিদাড়ী এলাকা থেকে তাদেরকে পৃথকভাবে আটক করে বলে জানান সাতক্ষীরার ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র কার্যালয়।
ফেনসিডিলসহ আটককৃতরা হলেন সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার মো:হাসান আলী ও জামাল বাদশা।অপরদিকে অবৈধভাবে পারাপারের সময় আটককৃত দু’জন হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাতিয়ারা থানার যাত্রাগাছি এলাকার মৃত বক্তার আলীর ছেলে মো. মিজান আলী (৩৪) ও সাতক্ষীরার কালিগঞ্জের চম্পাপুল গ্রামের শেখ আব্দুস সামাদের ছেলে শেখ আলিমুর রহমান (৩০)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক মঙ্গলবার(১৫ অক্টোবর)বিকেলে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদরের ভোমরা সীমান্তের হাবিলদার মো: আতাউর রহমানের নেতৃত্বে গাংনি ব্রিজ এলাকা থেকে মো: হাসান আলী ও জামাল বাদশা নামের ২ জন মোটরসাইকেল আরোহীকে ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে।
অপরদিকে,ভোমরার বিওপির সুবেদার মো: আফজার হোসেনের নেতৃত্বে লক্ষিদাড়ী এলাকা থেকে ভারতীয় নাগরিক মো: মিজান আলী ও বাংলাদেশী নাগরিক শেখ আলিমুর রহমানকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান ।