নেত্রকোণায় দুর্গা পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে দু’জনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি :

 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় শারদীয় দুর্গা পূজায় অঞ্জলি দেওয়া উদ্দেশে মণ্ডপে যাওয়ার পথে নৌকাডুবিতে দু’ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার মহাঅষ্টমীর সকালে উপজেলার হরিণধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। কলমাকান্দা থানার ওসি মো: ফিরোজ হোসেন জানান। নিহতরা হলেন- হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৮) ও বিপ্লব তালুকদারের ছেলে অমিত তালুকদার (৭)।

পরিবারের বরাত দিয়ে কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন সাংবাদিকদের জানান, ঋতুসহ ছয়জন একটি নৌকায় করে হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে নৌক যোগে পশ্চিমপাড়ায় পূজা মণ্ডপে অঞ্জলি দিতে যাচ্ছিল। পথে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায়। এ সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও ঋতু ও অমিত পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নেত্রকোণায় দুর্গা পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে দু'জনের মৃত্যু * নৌকাডুবিতে * মহাঅষ্টমী * শারদীয় দুর্গা পূজায়
সর্বশেষ সংবাদ