যৌথ অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি:
র্যাব-৯, সিলেট ও সেনাবাহিনীর ৩৩ বীর এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা, দেশীয় অস্ত্র ও দেশী বিদেশী মুদ্রাসহ একই পরিবারের ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-৯,সিলেট এর মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল (সহকারী পুলিশ সুপার) শুক্রবার (১১ অক্টোবর) জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ বীর এর একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার (১০ অক্টাবর) দিবাগত রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বিষ্ণুপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ১২৬০ বোতল ফেনসিডিল, ৬০০ গ্রাম গাঁজা, দেশীয় অস্ত্র ও বাংলাদেশী ৯৯,১০০ টাকা, ভারতীয় ২.২৯০ রুপি ও ৩০ কাতারিয়ান রিয়ালসহ একই পরিবারের ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা;-
১) মোছাঃ রুবি আলমগীর ভূঁইয়া, স্বামী- আলমগীর ভূঁইয়া।
২) সানি ভূঁইয়া, পিতা- আলমগীর ভূঁইয়া।
৩) সামি ভূঁইয়া, পিতা- আলমগীর ভূঁইয়া।
৪) সিয়াম ভূঁইয়া, পিতা- আলমগীর ভূঁইয়া,
সর্ব সাং- বিষ্ণুপুর,থানা- বিজয়নগর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও অস্ত্র আইন ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।