ভোলায় কোষ্টগার্ডের অভিযানে প্যানেল চেয়ারম্যানসহ আটক ২

ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান আব্দুল অদুদ সেলিম হাওলাদার ও ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার এর স্বামী এফজাল হোসেন সোহেলকে একটি বৈধ অস্ত্রসহ আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে বাড়ি থেকে আটক করা হয়। কোষ্টগার্ড দক্ষিণ জোনের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সেলিম হাওলাদার ৫ নম্বর ওয়ার্ডের মো. কাদের হাওলাদারের ছেলে এবং সোহেল ৩ নম্বর ওয়ার্ডের মৃত হানিফ মিয়ার ছেলে।
জানা গেছে, ১৯৯২ সালে সেলিম হাওলাদারকে একটি পিস্তলের লাইসেন্স দেয়া হয়। সরকার পতনের আগে ও পরে তিনি সেই পিস্তল দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।
এছাড়াও এলাকায় জমি দখল, দোকানঘর দখল এবং চাঁদাবাজিসহ তাদের দু’জনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সেলিম হাওলাদারের ছেলে শামীম ওরফে বোমা শামীম এলাকায় একাধিক নৈরাজ্য সৃষ্টি করে আসছে। বৈধ অস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করার কারনে কোষ্টগার্ড তাদেরকে আটক করে।
এছাড়াও এফজাল হোসেন সোহেল এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। এসবের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোষ্টগার্ড তাদেরকে আটক করে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ভোলায় কোষ্টগার্ডের অভিযানে প্যানেল চেয়ারম্যানসহ আটক ২
সর্বশেষ সংবাদ