শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

আগৈলঝাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

 

বরিশাল  প্রতিনিধিঃ

 

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটি ।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) শুভঙ্কর, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মোশারফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী, সাধারন সম্পাদক দীলিপ চন্দ্র হালদার, কার্তিক বেপারীসহ প্রমুখ।

এসময় উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, বারপাইকা সার্বজনীন দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন ও দুর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে সার্বিক খোঁজ খবর নেন তারা। এবছর উপজেলায় মোট ১৭১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আগৈলঝাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন * এবছর উপজেলায় মোট ১৭১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক সংবাদ