সমানীনগরে সেনাবাহিনীর অভিযান ১ জনের মৃত্যু, আটক-৭
ওসমানী নগর (সিলেট) প্রতিনিধি:
ওসমানীনগরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে বাবুল মিয়া (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজনগর গ্রামের মৃত সামাদ উল্লার ছেলে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বুরুঙ্গা ইউনিয়নের প্যারাপুর গ্রামের তার দ্বিতীয় বসত বাড়ি থেকে মাদকের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা । এরপর সন্ধ্যার দিকে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ওসমানীনগরস্থ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুবীন আর রহমান। এসময় পৃথক অভিযানে ৬শ ২৫ পিস ইয়াবা ও ৭শ গ্রাম গাঁজা উদ্ধারকালে নারী পুরুষসহ ৭জনকে আটক করে ওসমানীনগর থানায় সোপর্দ করে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সালাহ্উদ্দিন মিয়া, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর সদস্যরা বাবুল মিয়া নামের ব্যক্তিকে হাসপাতালে ভর্তির পর ইমারজেন্সী কক্ষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মেডিকেল রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী বলেন, মৃত্যুর বিষয়টি আমার জানা নেই, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ওসমানীনগরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুবীন আর রহমান মৃত্যর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পৃথক অভিযানে ৬শ ২৫ পিস ইয়াবা ও ৭শ গ্রাম গাঁজা উদ্ধারকালে নারী পুরুষসহ ৭জনকে আটক করে ওসমানীনগর থানায় সোপর্দ করেন।