কচুয়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন ঢাকায় গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন (৪৯) ঢাকার রামপুরার নিজ বাসা থেকে গ্রেফাতার হয়েছে। রবিবার মধ্য রাতে টিভি লিংক রোড, পূর্ব রামপুরা তাঁর বাসা থেকে রামপুরা থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন, রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল জুবাইর।
মামলা সূত্রে জানা যায়,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ১৯ জুলাই রামপুরায় পুলিশ, র্যাব ও বিজিপি গুলি বর্ষণের সময় আন্দোলন কারীদের উপর আসামীগণ দেশীয় অস্ত্র দিয়ে আন্দোলন কারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে করে অসংখ্য আন্দোলনকারী হতাহত ও গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় রামপুরা থানার বাসিন্দা হাসিব আহসান নামে একজনের মৃত্যু হয়। ওই মামলায় বাদী মাসুদ রানা রামপুরা থানায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত যুগ্ম-কমিশনার বিপ্লব কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ সহ ৭১ জন আওয়ামী লীগ নেতাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
(মামলা নং ০৪, তারিখ ০৩/০৯/২০২৪ খ্রি:) ওই মামলা কচুয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীনকে আসামী করা হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানান, রামপুরা থানায় একটি হত্যা মামলায় ইকবাল আজিজ শাহীনকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করলে সরকার পক্ষের আইনজীবী রিমান্ড চাইলে আদালত রিমান্ড না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।