যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র এবং চিহ্নিত সন্ত্রাসী উদ্ধার অভিযান

কুমিল্লা প্রতিনিধি

 

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় ৭ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০১:৩০ ঘটিকায় মাদক ব্যবসায়ীর অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণ পাড়া উপজেলার শশীদল নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী মো: হানিফ মিয়া, (৫০) পিতাঃ মৃত আবুল খালেক নামক ১ জন ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১,৮৩,৪৪০.০০ টাকা, ১ টি অ্যান্ড্রয়েড ফোন, ১ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অবৈধ অস্ত্র * অভিযান * আক্রমনকারী * যৌথ বাহিনী
সর্বশেষ সংবাদ