শ্রীমঙ্গলে ১৮৩টি পূজামন্ডপে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে
মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্তৃক পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
বর্ডার গার্ড শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী সোমবার (০৭ অক্টোবর) জানান,’গতকাল রবিবার (০৬ অক্টোবর) দায়িত্বপূর্ণ সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে বিদ্যমান উপজেলার অন্তর্গত মাধবপুর ইউনিয়নের নন্দরানী পূজামন্ডপ এবং কালিঘাট ইউনিয়নের বিলাশছড়া পূজামন্ডপ পরিদর্শন করেছি ।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট সদস্যদের সাথে কথা বলেন এবং এই সময়ে তিনি শ্রীমঙ্গল সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮৩টি পূজামন্ডপে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করে পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে অবহিত করেন।
এছাড়াও পূজা উদযাপনে যাতে কোন সমস্যা না হয়,সে ব্যাপারে বিজিবি কর্তৃক প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হবেও বলে তিনি জানিয়েছেন
কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী আরো বলেন,সনাতন ধর্মাবলম্বী সকলেই যাতে স্বতস্ফুর্তভাবে এবং নির্বিঘ্নে পূজা উৎসব পালন করতে পারে,সেজন্য সীমান্ত এলাকায় বিজিবি সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে। এ সময় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিএসপি, পিএসসিজি সহ বিজিবি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।