শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

নাসা চ্যালেঞ্জে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কোয়ান্টাম ভয়েজার্স

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪-এর বাংলাদেশ পর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল ‘কোয়ান্টাম ভয়েজার্স’ ঢাকা ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৩৬ ঘণ্টার দীর্ঘ হ্যাকাথনটি শুরু হয় শুক্রবার এবং শেষ হয় শনিবার সন্ধ্যায়। রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং অনলাইনে একযোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় সারা দেশের বিভিন্ন প্রতিযোগী দল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত টিম কোয়ান্টাম ভয়েজার্সের সদস্যরা হলেন নাহিদ রায়হান (টিম লিডার), জাহাঙ্গীর হোসেইন, ফারহান মাসুদ সোহাগ, মুয়াম্মার তাজওয়ার আসফি এবং ইউসুফ হাসান সিফাত। তাদের অসাধারণ উদ্ভাবনী প্রকল্পের জন্য তারা ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার ও অন্যান্য ক্ষেত্রের মেধাবী তরুণদের নিয়ে নাসার এই আয়োজনের লক্ষ্য পৃথিবীর বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা। ২০২৪ সালের এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৯টি শহর থেকে প্রায় ৩ হাজার প্রতিযোগী অংশ নেয়।

উল্লেখযোগ্য যে, বাংলাদেশ ইতিমধ্যে গত ১০ বছরে এই প্রতিযোগিতায় চারবার, যার মধ্যে তিনবার পরপর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উল্লেখযোগ্য * চ্যাম্পিয়ন * নাসা চ্যালেঞ্জে
সাম্প্রতিক সংবাদ