ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার
কালাই উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী দাদাকে আজ ৫ অক্টোবর বিকাল সাড়ে তিনটায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ওয়াজেদ আলী দাদার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।তিনি উদয়পুর ইউনিয়নের নওয়ানা সারুঞ্চা গ্রামের মৃত আলতাফ হোসেন ছেলে।তাকে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।
ওয়াজেদ আলী দাদা এলাকার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন, তবে তার এই গ্রেফতারের ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।