সদরপুরে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্দোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষে
জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা দরবার হলে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এবং ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) রুবানা তানজিম সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব এবং শতাধিক জেলে এবং গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
সভায় মা ইলিশ সংরক্ষণ ও বংশ বৃদ্ধির লক্ষে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সকল জেলে ও সর্বসাধারণের ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়।