রাত ৮টা পর্যন্ত চালু থাকবে পাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার ও মেডিকেল সেন্টার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার) এবং মেডিকেল সেন্টারের সেবা প্রদানের সময় ৩ ঘন্টা বৃদ্ধি করে সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবী ও চাহিদার প্রেক্ষিতে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আউয়ালের অনুমোদনক্রমে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে সময় বৃদ্ধির বিষয়টি কার্যকর হবে। বর্তমানে সেবা প্রদান সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর আছে।