ফরিদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষকের পদত্যাগ দাবি
শিক্ষার্থীদের যৌন হয়রানি করে ভয়-ভীতি প্রদর্শন, মাদক সেবন ও ধর্মীয় বৈষম্য সৃষ্টি সহ নানা অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের নগরকান্দার এম এ সাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেন তারা। অভিযোগে শিক্ষার্থীরা প্রভাষক ফরহাদের বিরুদ্ধে উঠা নানান অভিযোগের কঠোর শাস্তি দাবিসহ তার দ্রুত পদত্যাগ দাবি করলে বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বাড়ী ফিরে যান।