ভারতে নুর নবিজীকে কুটুক্তির প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল
নিজস্ব প্রতিবেদক:
যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য সকল প্রশংসা।রহমতুল্লিল আলামিন, নবীদের নবী, রসুলদের রসুল নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত শানে কুটুক্তি করেন ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতিশরানের প্রতিবাদে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
১লা সেপ্টেম্বর(মঙ্গলবার) ঈশ্বরগঞ্জের পৌর শহরের (ময়মনসিংহ-কিশোরগঞ্জ) মহাসড়কে উপজেলার নুর নবীজির মুহব্বত কারি মুসলমানরা জমায়েত হয়ে স্লোগানে মুখরিত করে”নুর নবিজীর অফমান-সইবেনা আর মুসলমান”। উপস্থিত মুসলমানগণ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনার কুটুক্তি কারীর ফাসির জোর দাবি করেন। এসময় উপজেলার ধর্মপ্রিয় মুসলমানগণ উপস্থিত হয়ে তীব্র-নিন্দা প্রতিবাদ করেন।প্রতিবাদি সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।