ভোলায় পৃথক পৃথক ঘটনায় এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার
ভোলা সদর উপজেলা থেকে পৃথক পৃথক ঘটনায় এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। অপরজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (১ অক্টোবর) পৃথক তিনটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তিনটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
তিনটি মরদেহের মধ্যে একটি নারীর। তার নাম সমিরন বেগম। তিনি সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামের সালাম পন্ডিতের স্ত্রী এবং ৬ সন্তানের জননী। অন্য দুইজনের মধ্যে একজন হলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের রুহুল আমিনের ছেলে ফরিদ চৌকিদার এবং অপরজন চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো:মোতাছিন মিয়ার ছেলে পাবেল হোসেন।
এদের মধ্যে শমিরন বেগম এবং ফরিদ চৌকিদারের মৃত্যু হয়েছে বজ্রপাতে এবং পাবেল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পাবেল একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ওসি জানান, সোমবার সন্ধ্যায় মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ফরিদ চৌকিদারের মৃত্যু হয় এবং মঙ্গলবার সকালে পুলিশ পাবেলের মরদেহ উদ্ধার করে এবং বিকেলের দিকে নিজ বাড়িতে বজ্রপাতে শমিরন বেগমের মৃত্যু হয়। পৃথক তিনটি ঘটনায় সদর অপমৃত্যু মামলা হয়েছে।