বাকেরগঞ্জে নার্সদের কর্ম বিরতি

বরিশাল  প্রতিনিধি:
একদফা দাবী  আদায়ের জন্য কর্মবিরতি পালন  করছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সপাতালের নার্স গন।
১/১০/২০২৪ ইং সকাল ৯ থেকে  ১২ টা পর্যন্ত  ৩ ঘন্টার কর্ম বিরতি পালন করেন কর্মরত নার্স গন। নার্সিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদের ব্যানারে গত ৯ সেপ্টেম্বর থেকেই  রোগীদের সেবা অব্যাহত রেখে নার্সরা আন্দোলন শুরু করেছে। তাদের একদফা দাবী হল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নিয়োগ  বিধি ২০১৬ এর আলোকে নার্সিং পেশায় উচ্চ শিক্ষিত ও যোগ্য নার্সদের পদায়ন।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত  নার্সিং সুপারভাইজার সালমা আক্তার, ও সিনিয়র  স্টাফ নার্স জুলেখা খাতুন জানান, কেন্দ্রীয় কর্মসূচির সাথ একাত্মতা করে  তারা কর্ম বিরতি পালন করছে।  এবং  আগামী কাল  সকাল ৯ থেকে ২ টা পর্যন্ত  ৫ ঘন্টার কর্ম বিরতি পালন করবে সারা দেশের নার্সরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নার্স * নার্সিং ও মিডওয়াইফারী * বরিশাল প্রতিনিধি * বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স * বাকেরগঞ্জে নার্সদের কর্ম বিরতি * মোঃ জাহিদুল ইসলাম
সর্বশেষ সংবাদ