পবিপ্রবিতে মাদকসহ বহিরাগত আটক তিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: জিল্লুর রহমানসহ একটি টিম সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে হল পরিদর্শনকালে শের-ই-বাংলা হল-১ এ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহিরাগত তিন জনকে  গাঁজাসহ আটক করা হয়েছে।
 আটককৃতরা হলেন বামদিক থেকে নাজমুল, হাসান এবং আবু বক্কর। রাতেই দুমকি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনা-বেচা বন্ধে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আটক * তল্লাশি * বহিরাগত * মাদকসহ
সর্বশেষ সংবাদ