জবিতে শহীদ সাজিদের স্মরণে সভা অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইকরামুল হক সাজিদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল, ৩০ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সাজিদের স্মৃতিচারণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, সাজিদের পরিবার, এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পিএইচডি, স্মরণসভায় অংশগ্রহণ করেন এবং সাজিদের পরিবারের প্রতি আর্থিক সহায়তা হিসেবে ৬,৮০০০০ টাকা হস্তান্তর করেন।
স্মরণসভায় শিক্ষার্থীরা শহীদ সাজিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের নিউ একাডেমিক ভবনটি তার নামে “শহীদ সাজিদ ভবন” হিসেবে নামকরণের দাবি জানান। সেইসঙ্গে তার পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং তার বড় বোনকে যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদানের দাবিও তুলে ধরা হয়।
উপাচার্য ড. মো: রেজাউল করিম শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্ব। আমরা কেউই এইভাবে তাকে হারিয়ে গর্বিত হতে চাইনি। সাজিদের পরিবার যা হারিয়েছে, তা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং তা বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় দিবসে (২০ অক্টোবর) “শহীদ সাজিদ ভবন” নামকরণ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সাজিদের বড় বোনের বিশ্ববিদ্যালয়ে চাকরির বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও, বিশ্ববিদ্যালয় থেকে সাজিদের পরিবারের জন্য সম্ভাব্য সব ধরণের আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
স্মরণসভা শেষে উপাচার্য সাজিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য প্রার্থনা করেন।