প্রতিমা ভাংচুর ঘটনায় গৌরীপুরে জাতীয় মানবাধিকার কমিশন
ময়মনসিংহের গৌরীপুরে ৩০ সেপ্টেম্বর (সোমবার) পৌর শহরের গোবিন্দ জিওর মন্দিরে দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও দতন্ত) মো:আশরাফুল আলম, উপ-পরিচালক সুস্মিতা পাইক, সহকারী পরিচালক (অভিযোগ ও দতন্ত) মো:মোজাফফর হোসেন দূর্গা পূজার প্রতীমা ভাংচুরের ঘটনায় তদন্তে মন্দির এলাকায় পরিদর্শন করেন।
জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও দতন্ত) মো:আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গৌরীপুরের দূর্গা পূজার প্রতীমা ভাংচুরের ঘটনায় তদন্তে আসেন।আগামী ১০ কর্মদিবসে তদন্ত রির্পোট জমা দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শাকিল আহমেদ,অফিসার্স ইনচার্জে মির্জা মাজহারুল আনোয়ার, পুজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সুজিত কুমার দাস প্রমূখ।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ভোরবেলায় পৌর শহরের গোবিন্দবাড়ি জিওর মন্দিরে শারদীয় দুর্গোৎসবের দুর্গা প্রতিমা ভাংচুর করে । এ ঘটনায় গৌরীপুর থানা পুলিশ এ ঘটনা এক দূর্বৃত্তকে আটক করে জেল হাজতে প্রেরন করে।