ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ভূঞাপুর ,টাঙ্গাইল প্রতিনিধি:
কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক, সাংবাদিক সহ বিভিন্ন সমিতির সভানেত্রী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।