রাণীশংকৈলে নবাগত ডিসির সভা বর্জন,সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবাগত জেলা প্রশাসক (ডিসি)ইশরাত ফারজানা’র সভা বর্জন করেছে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় রাণীশংকৈল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁও জেলার নবাগত জেলা প্রশাসক ইসরাত ফারজানা মতবিনিময় করবেন বলে সাংবাদিকদের ফোন করে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।সোমবার বিকালে উপজেলা হলরুমে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় উপস্থিত হতে থাকেন সাংবাদিকেরা কিন্তু দীর্ঘ এক ঘন্টা ৩০/৩৫ জন সাংবাদিককে অপেক্ষায় রেখে জেলা প্রশাসক বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেন।পরে ব্যানার পরিবর্তন করে সাংবাদিকদের সভা শুরু হওয়ার আগেই দেখা যায় ব্যানারে লেখা রয়েছে, উপজেলায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনের সাথে মতবিনিময় সভা তবে সাংবাদিকদের সাথে মতবিনিময় এ রকম কোন লেখা না থাকায় এবং সাংবাদিকদের ফোন করে বলা হয় সিনিয়রা যেন মেনটেন্ট করে বসে আর জুনিয়ররা যেন পিছনে বসে ইউএনও`র এমন নির্দেশনায় সাংবাদিক নেতারা হলরুম থেকে সভা বর্জন করে বেরিয়ে চলে আসে।রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহম্মদ সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এমন আচরণ একজন উপজেলার সর্বোচ্চ কর্মকর্তার কাছে আশা করিনি।
এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন,সাংবাদিকদের দাওয়াত দিয়ে এমন আচরণ করা ঠিক হয়নি এবং ইউএনও অফিসের ওয়েশ আতিক বলেছেন শুধু মাত্র নাকি সভাপতি সম্পাদকে দাওয়াত দেওয়া হয়েছে এমন কথা বলা সাংবাদিকদের সাথে দুঃখ জনক।প্রেসক্লাব পুরাতনের যুগ্ম আহব্বায়ক মাহাবুব আলম বলেন,আমাকে গতকাল ইউএনও স্যার ফোন করে জানিয়েছেন আপনাদের সকল সাংবাদিকদের দাওয়াত থাকলো জেলা প্রশাসক আপনাদের সাথে বিকাল ৪ টায় মতবিনিময় করবেন। সে হিসেবেই প্রেসক্লাবের সকল সদস্যদের জানানো হয়।এখানে এসে দেখি ব্যানারে আমাদের কোন জায়গায় নেই।তাই আমরা সভা বর্জন করে চলে এসেছি এবং যতদিন পর্যন্ত এর কোন ব্যবস্থা না হবে ততদিন উপজেলা প্রশাসনের সকল সংবাদ প্রকাশ বন্ধ রাখবে সাংবাদিকরা।