হিজড়া কমিউনিটিদেরর সহায়তায় শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
`আশার আলো সোসাইটি` এর উদ্যোগে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হিজড়া কমিউনিটিদের কর্মক্ষেত্রে শিষ্টাচার বিষয়ে গতকাল দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয় ।
এই প্রশিক্ষণ কর্মশালাটিতে রিসার্চ পারসন হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে ছিলেন খ্রিস্টান এইডের প্রোগ্রাম ম্যানেজার মোশফেকুর রাহমান এবং মানিক এসাহাক বিশ্বাস।
উল্লেখ্য যে, দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে হিজড়া কমিউনিটির সদস্যদের চাকুরির জন্য সিভি তৈরি, আবেদন প্রক্রিয়া এবং কর্মক্ষেত্রের শিষ্টাচারসহ প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রহমান।