জাতীয় কন্যা শিশু দিবসে সৈয়দপুরে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি:
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এর আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ। এর আলোকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নাহার শাহজাদীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংবাদকর্মীরা এতে অংশ গ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে পৌঁছে। পরে সেখানেই সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী।
তিনি বলেন, কন্যা শিশু আল্লাহর বিশেষ নেয়ামত। ছেলে মেয়ে বিভেদ ভুলে কন্যা শিশুদেরকেও তাদের সঠিক অধিকার দিতে হবে। তাহলেই জাতি পূর্ণাঙ্গতা পাবে। কারণ একজন কন্যাশিশুই আগামীর মা। সেই মা সার্বিক অধিকার ও পরিচর্যায় সমতার ভিত্তিতে বেড়ে উঠলেই ভবিষ্যৎ প্রজন্ম সুষ্ঠু সবল ও মেধাসম্পন্ন হতে পারবে। তাই আগামীর বাংলাদেশকে কন্যাশিশুর স্বপ্নে গড়ে তুলতে হবে। সেজন্য শিক্ষার্থীদেরকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।