ভারতে বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে পাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
পাবিপ্রবি প্রতিনিধি:
ভারতে হিন্দু পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে গালি ও কটূক্তির প্রতিবাদে পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবারের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণত শিক্ষার্থীরা।
রবিবার(২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ঢাকা-পাবনা মহাসড়ক) অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পূর্ব দিকে মাহাতাব টাওয়ার প্রদক্ষিন করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে প্রশাসনিক ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা অতিক্রম করে পুনরায় ঢাকা-পাবনা মহাসড়কের পাশে তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করেন।এসময় মহাসড়কের দুই ধারে প্রায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা যায়।
এসময় সাধারণ শিক্ষার্থীরা,” বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান।নারায়ে তাকবির, আল্লাহু আকবার।বিজেপি চামড়া,তুলে নেব আমরা।ভারতীয় পণ্য,বয়কট,বয়কট” সহ নবীপ্রেমী ও ভারত বিরোধী নানান শ্লোগান দিতে থাকেন।
এসময় বক্তারা বলেন,”রাসুলকে নিয়ে যারা কটূক্তি করবে ইসলামের তাকে কতল করে দেওয়ার বিধান রয়েছে।অতএব,যে বা যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই”।
বক্তারা আরও বলেন, “যারা রসুলকে নিয়ে কটূক্তি করবে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না”।
উল্লেখ্য, এসময় বক্তাদের মধ্যে থেকে অনেকেই গাজা ওয়াতুল হিন্দের কথাও তুলে ধরেন এবং সকল মুসলমানদের ঐক্যের ডাক দেন ।