উজিরপুরে স্পেনের তৈরি পিস্তল সহ যুবক গ্রেফতার

উজিরপুর ,বরিশাল প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে র‌্যাবের অভিযান চালিয়ে স্পেনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ ক্যালিবারের অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উজিরপুর উপজেলার ধামুরা এলাকায় ওই অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা।
র‌্যাব জানায়, বরিশালের উজিরপুর থানাধীন ধামুরা এলাকায় এক যুবক সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে বলে তারা জানতে পারে।যার সূত্র ধরে ভোর ৫ টার দিকে র‍্যাব -৮, সদর কোম্পানির একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ধামুরা এলাকার আব্দুল জলিল বালীর ছেলে মো: তুষার মাহমুদকে (২৪) আটক করা হয়। পাশাপাশি তার হেফাজতে থাকা একটি স্পেনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ ক্যালিবার পিস্তল উদ্ধার করা হয়।আটক তুষারের বিরুদ্ধে আগেও ধর্ষণের মতো সামাজিক অপরাধের মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। অস্ত্র উদ্ধারে ঘটনায় তুষারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উজিরপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উজিরপুর বরিশাল প্রতিনিধ * উজিরপুরে স্পেনের তৈরি পিস্তল সহ যুবক গ্রেফতার * মো: মাহফুজুর রহমান মাসুম
সর্বশেষ সংবাদ