ইবির সাদ্দাম হোসেন হলে সিন্ডিকেট যশোর
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে সাবেক শাখা ছাত্রলীগ নেতা মৃদুল হাসান রাব্বি একচেটিয়া প্রভাব ধরে রাখার জন্য চালু করেছিলেন সিন্ডিকেট যশোর। উক্ত হলের অধিকাংশ আসন অবৈধভাবে দখলে রেখেছিলেন সাবেক এই ছাত্রলীগ নেতা শুধুমাত্র যশোরে শিক্ষার্থীদের জন্য যাতে তার আধিপত্য বিস্তার করতে সুবিধা হবে ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) হলের একাধিক আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গিয়েছে এখনো উক্ত ছাত্রলীগ নেতার অনুসারীরা হলে সিট দখল করে আছেন। মুলত বিশ্ববিদ্যালয়ে এবং হলে আধিপত্য বজায় রাখার জন্য ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বি যশোর সিন্ডিকেট চালু করেন। এছাড়াও এ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অবৈধভাবে সিট দখল , অন্তিম কনসার্টের টাকা আত্মসাত, গেস্ট রুম কালচার সহ নানা অভিযোগ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আবাসিক শিক্ষার্থী বলেন, হলে উঠতে গেলে প্রথমে জিজ্ঞেস করতো বাসা যশোর কি না। অন্য জেলার হলে প্রভোস্ট অফিসে যোগাযোগ করার জন্য বলতো। হলে বৈধ সিট হলেও সে আমাদের উঠতে দিত না। হলের ভালো রুমগুলো তার অনুসারী যশোরের শিক্ষার্থীরা থাকেন।
শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ছাত্রলীগ নেতা শিমুল আর রাব্বি এই দুইজন মিলে হলকে বস্তি বানিয়ে ফেলেছিল। অবৈধ সিট দখল, মাদক সাম্রাজ্য, গেস্ট রুম কালচার, যশোর সিন্ডিকেট । এখন বিশ্ববিদ্যালয়ে সাদ্দাম হোসেন হল বস্তি নামে পরিচিত।