বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জের ১৪ নং নিয়ামতি ইউনিয়নে গাছ থেকে পড়ে ইমরান হোসেন ( ২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মহেশপুর সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ইমরান নিয়ামতি ইউনিয়নে চালতাতলা বাজারের পাশে একটি গাছের ডাল কাটতে উঠে পরে যায়। দরিদ্র পরিবারের সন্তান ইমরানের বাড়ি পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার বড়াইয়া গ্রামে, পিতার নাম মোঃ জামাল হাওলাদার । নিয়ামতিতে নানা বাড়িতে থেকে লেখা পড়া করত এবং পাশাপাশি শ্রমিকের কাজ করত।
২৮/৯/২০২৪ ইং ঘটনার দিন গাছ ব্যাবসায়ী খলিল হাওলাদার ( খলিল পোদ্দারের) ক্রয়কৃত গাছ কাটতে শ্রমিক হিসাবে যোগ দন। এবং ডাল কাটতে গাছেউঠে পরে যায়।
স্হানীয়রা দ্রুত উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।