কাপ্তাই উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত ফেরদৌস আক্তার

 রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায়   জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ -এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক  নির্বাচিত হয়েছেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর  দূর্গম হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  ফেরদৌস আক্তার।
কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি বিভিন্ন মান দন্ডের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করে থাকেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসার কমিটির সদস্য সচিব এর দায়িত্ব পালন করে থাকেন।
উল্লেখ্য যে, :ফেরদৌস আক্তার উপজেলা পর্যায়ে ৩য় বারের মতো শ্রেষ্ট কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন । তিনি কাব লিডার ও উপজেলা স্কাউটস এর  সহকারি কমিশনার।
এছাড়াও কাপ্তাই উপজেলা পর্যায়ে ফেরদৌস আক্তার  শ্রেষ্ঠ কাব শিক্ষক    নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা তাঁকে সন্মান জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কাপ্তাই উপজেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত ফেরদৌস আক্তার