বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উৎযাপন

বরিশাল  প্রতিনিধি:
 আজ বরিশালে জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতাতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।
এবারের  তথ্য  অধিকার দিবসের শ্লোগান  নতুন  বাংলাদেশ চাই বাক স্বাধীনতা, চাই তথ্যের  অবাধ অভিগম্যতা ও রাষ্টের মুলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং  সরকারি  খাতের অংশ গ্রহন।
২৮/৯/২০২৪ ইং  বেলা ১১ টায় এ-উপলক্ষ্যে  বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)  উপমা ফারিসার সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও  আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান  আহমেদ, জেলা  তথ্য অফিসের উপ পরিচালক রিয়াদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, টিআইবির বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হাসান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উৎযাপন
সর্বশেষ সংবাদ