শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর এলাকায় এসব ত্রাণ বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজম আলীসহ অন্যরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, প্রত্যেক পরিবারকে দেয়া হয় ১০ কেজি চাল। আরো ১ হাজার ৭শ’ চালপরিবারকে দেয়া হবে এই ।