শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ আটক-১জন
শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ ও কামাল হোসেন (৫০) নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ।
শনিবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা থেকে ৩১ বস্তা সরকারি চালের বস্তাসহ অটোচালককে আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়,সদর উপজেলার গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল অটোরিক্সা বোঝাই করে অটোচালক কামাল হোসেন চান্দের নগর গারোভিটা নিয়ে যায়। সেখান থেকে আর কিছু বস্তা চাল ডিলারের নির্দেশে বাকারকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের ৩১ টি বস্তায় প্রায় ১৫শ কেজি চাল সহ অটোরিকশা চালককে আটক করে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন চাল সহ একজন কে আটক করা হয়েছে।এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।