নলছিটিতে “ফু” দিয়ে শিক্ষিকার অলংকার ছিনতাই
ঝালকাঠি প্রতিনিধি:
নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে মানপাশা বাজার সংলগ্ন সেওতা বাজার রোডে ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে জানা গেছে । যা রীতিমতো এলাকার পথচারীদের মধ্যে ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছে। ভুক্তভোগী মানপাশা গ্রামের বাসিন্দা মো: হারুন অর রশিদ হাওলাদারের মেয়ে মোসা: শারমিন বেগম (৩০) তিনি কুশঙ্গল ইউনিয়ন কিন্ডারগার্টেন এর একজন শিক্ষিকা।
শারমিন আক্তার জানান আমি সকাল ৭ টা ৩০মিনিটের দিকে বাসা থেকে স্কুলে যাবার পথিমধ্যে একজন যুবক ও এক বৃদ্ধ পুরুষ আমার পিছু নেয়। একপর্যায়ে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকেন। তাদের প্রশ্নের উত্তরে আমি জানতে চাই আপনারা কারা, তখন যুবক ছেলেটা বলে আমার বাড়ি মৃধা বাড়ি। পরে বৃদ্ধা লোকটি হঠাৎ আমার শরীরে ফু দেয় তখন আমি কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলি, তখন আমার পরনে থাকা স্বর্নের কানের দুল ( যার মূল্য ৩৫০০০ টাকা ) সেগুলো খুলে ণেয়, এবং আমার জ্ঞান ফেরার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায় ।
স্থানীয় লোকজন বলেন ছিনতাই কারিরা তাদের জন্য অপেক্ষাকৃত মোটরসাইকেলে করে তালতলা বাজারের দিকে চলে গেছে। শিক্ষিকার ভাই আরাফাত জানান আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেছি। রাস্তার পাশের কোন দোকানে সিসি ক্যামেরা না থাকায় খুজে ও ব্যর্থ হয়েছি। যেহেতু কোন সূত্র নেই সেহেতু অভিযোগ করতে যাইনি।
এবিষয়ে নলছিটি উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান। এ বিষয়ে কোন অভিযোগ এখনো আমরা পাইনি। যদি কেউ অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।