প্রথমেই ক্ষেপে গিয়ে বাংলায় গালি দিচ্ছেন বিদ্যা বালান!

 

 

বলিউড সিনেমা ‘ভুল ভুলাইয়া’তে অভিনেত্রী বিদ্যা বালানের অনবদ্য অভিনয়ের এখনও ভুলেনি দর্শক। অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বিদ্যা বালানের সেই গা ছমছমে মুহূর্তগুলিতে ভয়ে গায়ে কাঁটা দিত। এরমাঝে তৈরি হয়েছে ভুল ভুলাইয়া-সিনেমাও।

এবার দীপাবলিতে আসছে ভুল ভুলাইয়া ৩। এতে রুহ বাবা চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানেকে। তার সঙ্গে মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা বালান। আর প্রথম ঝলকেই ক্ষেপে গেলেন বিদ্যা বালান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রকাশ্যে এল ভুল ভুলাইয়া ৩ এর প্রথমঝলক। আর প্রথমেই দেদারসে গালি! এটা দিয়েছেন বিদ্যা বালন। ‌প্রথম শব্দটা ‘শাঁকচুন্নি’।

এরপর বাছা বাছা বাংলা গালি! ভাবছেন, হঠাৎ কেন এমন ক্ষেপে গেলেন বিদ্যা বালান? তা হবে না? তাঁর সিংহাসন যে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। ভাবছেন, এসব কী আবোল তাবোল বলা হচ্ছে! এটাই আসন্ন ভুল ভুলাইয়া ৩ এর প্রথম ঝলকের প্রথম দৃশ্য!

টিজারের শুরুতেই বিদ্যা বালানের গালিগালাজ দিয়ে শোনা যায়। এরপরই নেপথ্যে শোনা যেতে থাকে কার্তিক আরিয়ানের গলা। উনি বলে ওঠেন, ‘কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলা জন্য।’

অর্থাৎ আবার ভুল ভুলাইয়া ৩ এর দরজা খুলবে। আর মঞ্জুলিকা তার খেল দেখাবে। সঙ্গে প্রথম ঝলকে ধরা পড়ল কার্তিক এবং তৃপ্তির হালকা রোমান্সের দৃশ্য। বাদ গেল না বিদ্যার ভৌতিক চাউনি এবং হাসি।

তবে কানাঘুষোয় যে শোনা যাচ্ছে, মাধুরী দীক্ষিতও থাকবেন এই ছবিতে! তবে ক্যামিও চরিত্রে। কিন্তু সেটার কোনও প্রমাণ টিজারে মিলল না। হয়তো সেই চমক সোজাসুজি হলেই পাওয়া যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বিদ্যা বালান
সর্বশেষ সংবাদ