মৌলভীবাজারে আবারও পাগলা কুকুরের কামড়ে ৩৪ জন আহত
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পাগলা কুকুরের উৎপাত পুনরায় বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে এখন অব্দি পৌরশহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কুকুরের কামড়ে ৩৪ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ও জরুরী বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার আব্দুর রব শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জানান,’ কুকুরের কামড়ে এখন পর্যন্ত আহত ৩৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে তাদের চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে ‘।
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, ‘ এগুলো কুকুর কারও পালিত নয়, এরা রাস্তায়, ফুটপাতে, বাজারে ঘুরাফেরা করে। তাই এগুলোকে বেওয়ারিশ কুকুর বলা চলে। এইসব কুকুরকে জলাতঙ্ক রোধক প্রতিষেধক টিকা দেওয়ার বিষয়ে প্রতিষেধক টিকা স্বল্প বরাদ্দ আছে। আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আজ থেকে মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হবে। আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় জলাতঙ্ক দিবস পালন করা হবে,তখন এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ কি কি হতে পারে তা নিয়ে আলোচনা করে সুব্যবস্থা গ্রহণ করা হবে,যাতে নতুন করে আর কোন মানুষের ক্ষতি না হয়’।
পাগলা কুকুরের কামড়ে আহতরা জানিয়েছেন,’ রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ লাল,কালো রঙের কুকুর তাদের শরীরের বিভিন্ন অংশে কামড়ে দেয়। তখন কামড় দেওয়া কুকুরের মুখ দিয়ে লালা ঝরতে দেখা গিয়েছে ‘।
এদিকে কুকুরের কামড় বৃদ্ধির খবরে,উপজেলার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর জব্বার আজাদ ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর তানিয়া আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজ নেন ও গভীর শোক প্রকাশ করেন।
কুকুরের কামড়ে আক্রান্ত বিল্লাল আহমেদ জানান,’ আমি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে শাহজীবাজার রোডে একটি দোকানের সামনে দাঁড়ালে কোনো কিছু বুঝে ওঠার আগেই কুকুর দৌঁড়ে এসে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়’।
উল্লেখ্য যে, গত ২ মাস আগেও শ্রীমঙ্গলে এসব বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে শিশু,মহিলা, যুবক ও বৃদ্ধসহ আহত হয়েছিলেন অনেকে।