ঈদে মিলাদুন নবী সাঃ কুইজে হাসান, নুর, রুয়েল জয়ী
মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ উপলক্ষে “সুনু মিয়া আমেনা খানম ফাউন্ডেশন”,জুড়ী কর্তৃক আয়োজিত বিশেষ কুইজের ফলাফল প্রকাশ।
সুনু মিয়া আমেনা খানম ফাউন্ডেশন এর মুখ্যপাত্র সহিদুর রহমান পাবেল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলা এফএম’কে জানান,’গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন নবী সাঃ এর দিনে এই কুইজের ছাড়া হয় এবং গত বুধবার (২৫ সেপ্টেম্বর) তারিখ এর মধ্যে সাদা কাজে উত্তর লিখে ছবি তুলে অনলাইনে বা সরাসরি জমা দেওয়ার কথা বলা হয়। বিভিন্ন স্কুল কলেজ মাদরাসা ছাত্র শিক্ষক মিলে প্রায় ১০০০ প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন’।
সবাইকে হারিয়ে প্রথম হন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার কামিল প্রথমবর্ষের ছাত্র মোঃ আবুল হোসেন,তিনি জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে বাসিন্দা।
দ্বিতীয় হোন বুরাইয়া কামিল মাদ্রাসা,ছাতক, সুনামগঞ্জ এর ফাজিল ৩য় বর্ষের ছাত্র মোঃ ফয়জুন নুর। তার বাড়ী সুনামগঞ্জ জেলার ছাতক থানায়।
তৃতীয় হোন মোঃ রহিম উদ্দিন রুয়েল,সহকারী শিক্ষক শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাড়ী জুড়ী উপজেলার ভোগতেরা গ্রামে।
এছাড়া চতুর্থ হোন মুফতি মোঃ হারুন অর রশীদ সিদ্দিকী, সহকারী শিক্ষক (আরবী) বড়চেক সুন্নিয়া দাখিল মাদরাসা কমলগঞ্জ। বাড়ী শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
পঞ্চম হোন মোঃ রুবেল মিয়া,বাড়ী চাঁদপুর জেলা, নায়েক ৭এপিবিএন সিলেট। ষষ্ঠ স্থান পান হাফেজ ক্বারী মোঃ রিয়াজ উদ্দিন ময়না,শিক্ষক,ইসলামি ফাউন্ডেশন জুড়ী। বাড়ী হাফিজিয়া বাজার, জুড়ী, মৌলভীবাজার। সপ্তমে জাকিরুল ইসলাম, এএসআই, ৭এপিবিএন সিলেট, বাড়ীঃ ওসমানীনগর, সিলেট। অষ্টম স্থানে কিবরিয়া আল মাহমুদ,বড়লেখা সরকারি কলেজ। বাড়ী;বড়লেখা,মৌলভীবাজার। নবম হোন ফরজিয়া ফেরদাউস,নারী শিক্ষা একাডেমী অনার্স কলেজ বড়লেখা। বাড়ী; কাঁঠালতলী, বড়লেখা,মৌলভীবাজার। দশম স্থানে আব্দুল্লাহ আল নোমান, বিয়ানীবাজার সরকারি কলেজ। বাড়ী; কাঠালতলী, বড়লেখা মৌলভীবাজার।
এগারোতম মোঃ এবাদুর রহমান,দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা। বাড়ী; শাহাপুর, জুড়ি, মৌলভীবাজার। বারোতম সাজনা আক্তার,সহকারী শিক্ষক,ছোট ধামাই উচ্চ বিদ্যালয়,জুড়ি। বাড়ী;দক্ষিণ ভাগ, বড়লেখা। তেরোতম ফাহমিদা আক্তার, সহকারী শিক্ষক,বীর মুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাড়ী;বিশ্বনাথপুর,জুড়ী।
চৌদ্দতম স্থানে নাহিদা জান্নাত মাসুমা,টিএন খানম সরকারি কলেজ জুড়ী।বাড়ী; ভোগতেরা,জুড়ী মৌলভীবাজার। পনেরোতম হোন জিনিয়া ইসলাম,টিএন খানম সরকারি কলেজ,বাড়ী;ভোগতেরা জুড়ী, মৌলভীবাজার। ষোলোতম স্থানে এমদাদুল ইসলাম চৌঃ সাগর, ৭এপিবিএন সিলেট। বাড়ী; হবিগঞ্জ।
সতেরোতম মোহাম্মদ রিয়াজ উদ্দিন,হযরত শাহ খাকি আলিয়া মাদাসা। বাড়ী;জুড়ী,মৌলভীবাজার। আঠারোতে রাসেদা খানম বুশরা,মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়। বাড়ী; জুড়ী, মৌলভীবাজার। উনিশতমো তানিসা জান্নাত,তৈয়মুছ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জুড়ী। বাড়ী; জুড়ী, মৌলভীবাজার।
বিশতম হয়ে বিজয়ী হয়েছেন মাজেদা সিদ্দিকা, মুরালিচান্দ কলেজ,সিলেট। বাড়ী; কাঁঠালতলী, বড়লেখা, মৌলভীবাজার।
সুনু মিয়া আমেনা খানম ফাউন্ডেশন এর মুখ্যপাত্র সহিদুর রহমান পাবেল বলেন “আমাদের উদ্দেশ্য ছিল কিছু মানুষ যেন রাসুল সাঃ এর জীবন নিয়ে কিছু গবেষণা করে, কিছু জানে। আমরা সফল কারন কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, সিলেটের ৪ জেলাসহ বিভিন্ন জেলা থেকে হাজারের অধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। সবার কাছে কৃতজ্ঞ ও এবং সবাইকে অভিনন্দন “।
এই প্রতিযোগীতার সমস্ত পুরস্কারের আর্থিক সহযোগী সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী সৈয়দ জায়েদুল ইসলাম।
তিনি বলেন “আমি ভাল কাজে সব সময় পাশে থাকতে চাই,তারই ধারাবাহিকতায় “সুনু মিয়া আমেনা খানম ফাউন্ডেশন”-এর এই কুইজ প্রতিযোগিতায় সহযোগী হয়েছি। ধর্মীয় শিক্ষা, ক্রীড়াসহ যেকোন সমাজিক মানবিক কাজে আমার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে”।