শ্রীমঙ্গলে দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলায় দুর্গাপূজার এক সপ্তাহ আগে থেকে টহল জোরদার থাকবে। মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর কমান্ডার লে. কর্নেল তাহমিদ পূজার এক সপ্তাহ আগে থেকে সেনাবাহিনীর টহল জোরদার করা হবে বলে জানিয়েছেন।
চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে সাধারণ সভা
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় ঐতিহ্যবাহী ‘শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি’র নাট মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল বৈদ্য শচীর সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মহসিন মিয়া মধু (সাবেক মেয়র)।
এসময় স্বাগত বক্তব্য ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার সম্পাদক বাবু শ্রীপদ দেব।
এছাড়াও বক্তব্য রাখেন; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়,সম্পাদক সমীরণ সরকার,অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী প্রমুখ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন; শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম,কাউন্সিলর চয়ন কুমার রায়,কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল,  দেবাশীষ সেন গৌতম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখা। আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সকল পূজা কমিটির সভাপতি, সম্পাদক, সনাতনী ভক্তবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বলেন,’ আইনশৃঙ্ঘলা বাহিনীর সব সদস্য মাঠে কাজ করবে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মহসিন বলেন, যেকোনো মূল্যে গুজব রটনা ব্যাহত করতে কাজ করছে পুলিশ বাহিনীর একটি চৌকস দল। জেলা প্রশাসক মহোদয় জেলার প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা ও পূজা কমিটির সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন যে, নিজস্ব স্বেচ্ছাসেবক দল পুরুষ-নারী মিলিয়ে রাখার জন্য। যাতে অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা পবিত্র শারদীয় দুর্গা উৎসব নির্ভয়ে আনন্দের সহিত পালন করতে পারেন।
উল্লেখ্য যে,এবছর (২০২৪) মৌলভীবাজার জেলায় ৯৯৩ টি পুজা মন্ডপে পুজা উদযাপন হবে। এর মধ্যে সদরে ৯৩টির মধ্যে সার্বজনীন ৭৫টি ও ব্যক্তিগত ১৮টি। রাজনগর উপজেলায় সার্বজনীন ১৩৭টির মধ্যে সার্বজনীন ৭৫ টি ও ব্যক্তিগত ৬২টি। কুলাউড়ায় ২১৪ টির মধ্যে সার্বজনীন ১৯৬টি ও ব্যক্তিগত ১৮টি। জুড়িতে ৬৭টির মধ্যে সার্বজনীন ৬৪টি ও ব্যক্তিগত ৩টি। বড়লেখায় ১৪৪ টির মধ্যে সার্বজনীন ১৩২টি ও ব্যক্তিগত ১২টি। কমলগঞ্জে ১৪৮টির মধ্যে সার্বজনীন ১৩৭টি ও ব্যক্তিগত ১১টি এবং শ্রীমঙ্গলে ১৭৫টির মধ্যে সার্বজনীন ১৫৯টি ও ব্যক্তিগত ১৬টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব উদযাপন হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * শ্রীমঙ্গলে দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ