ওসমানীনগরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
ওসমানীনগরে বিষপান করে শিফা আক্তার (২৫) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামের আরশ আলী(২৮) এর স্ত্রী। তবে তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী লামাপাড়া গ্রামে নিজ বাড়ী তৈরী করে বসবাস করতেন। গৃহবধূ শিফার বাবার বাড়ী গোলাপগঞ্জ থানা এলাকায় বলে জানাগেছে।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জানাগেছে, নিহত শিফা আক্তারের স্বামী আরশ আলী সম্প্রতি সবজি ক্ষেতে পোকা দমনেরর জন্য নিজ ঘরে কিটনাশক এনে রাখেন। শুক্রবার পারিবারিক কলহের জের ধরে অভিমানে সে কিটনাশক পান করে। এতে তার মৃত্য হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ জানান, পারাবারিক ঝগড়ায় এ ঘটনা ঘটেছে। ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মহিলা বিষপান করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।