বাহুবলে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাসুক মিয়া
বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর গ্রামের রমেশ বাবু নামের এক ব্যক্তি ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখেন। তিনি বাড়িতে এসে মুরুব্বী ও স্থানীয় মেম্বারকে বিষয়টি অবগত করেন। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
বাহুবল মডেল থানার এসআই সোহেল মাহমুদ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ
সুপার আবুল খয়ের।
ধারনা করা হচ্ছে, লাশটিকে দুই/তিন দিন আগে হত্যা করে ধান জমিতে ফেলে রেখে গেছে, লাশটি পঁচে ফুলে গিয়ে দুর্গন্ধের সৃষ্ঠি হয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি, তার গায়ে আঘাতের চিহৃ রয়েছে, ময়নাতদন্তেরর জন্য মর্গে পাঠানো হচ্ছে।