শহীদ সাজিদ স্মরণে জবিতে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ ডিবেট ফোরামের কর্তৃক ‘শহীদ সাজিদ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার জবির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের ৩১২ নম্বর কক্ষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত এই প্রতিযোগিতার মূল স্লোগান ছিল, ‘পেরিয়ে রক্তের গঙ্গা, মুক্তির পথে উত্তোলিত ঝান্ডা’। সারাদিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, শহীদ ইকরামুল হক সাজিদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের মেধাবী শিক্ষার্থী। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের একদিন পূর্বে ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হন সাজিদ। পরে, ১৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতা শহীদ সাজিদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে ও তাঁর ত্যাগকে স্মরণে রাখতেই আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় আলোচিত বিষয়গুলো ছিল; ৭১ ও ২৪ : বিপ্লব কেন ছিনতাই হয়?,টালমাটাল অর্থনীতি, বাংলাদেশের ক্রীড়াঙ্গন এবং আমার স্বপ্ন, ফিলিস্তিনের মুক্তির লড়াই: বেঁচে থাকার অধিকার, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা।
বক্তারা তাঁদের বক্তব্যে বিশেষভাবে বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন, যা জুলাই-আগস্ট মাসে দেশব্যাপী সংঘটিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মো. আমির হোসেন, মাহবুবুল আলম হাদী, মো. সবুজ আহাম্মেদ শিমুল, ময়না আক্তার, সোহানুর রহমান, নাহিদ হাসান, এবং রাইসুল ইসলাম নয়ন। প্রথম পর্ব শেষে ১০ জন প্রতিযোগীকে দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়।
আগামীকাল, ২৮ সেপ্টেম্বর, শনিবার ফাইনাল পর্ব এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হবে।