মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ
নবীগঞ্জ প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে নবীগঞ্জে
বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে নবীগঞ্জ শহরের গাজির টেক পয়েন্ট থেকে মিছিলটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ শেষে ফের গাজির টেক পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করা হলে তা সহ্য করা হবে না। ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ফাঁসি চাই।
আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেননি। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। আমরা ছাড় দেবো না।