কাপ্তাইয়ে কর্ণফুলী কলেজ মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কাপ্তাই :
রাঙ্গামাটি কাপ্তাই বড়ইছড়ি ফুটবল একাডেমির আয়োজনে উপজেলা সদর কর্ণফুলী কলেজ মিনি স্টেডিয়ামে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, কৃতি সংগঠক, সাবেক ফুটবলার শাহাব উদ্দীন আজাদ এতে রামু ফুটবল একাদশ ও বড়ইছড়ি ফুটবল একাডেমি খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়।
খেলা শেষে বিকেল পৌনে ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।
সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কৃতি ফুটবলার আসলাম খাঁন বড়ইছড়ি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অপু, কোচ চৌম্রিন রাখাইন সহ প্রচুর ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।
খেলা গোল শূন্য অবস্থায় শেষ হওয়ায় দুই দলের মাঝে ট্রফি ভাগ করে দেয়া হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় রামু ফুটবল একাদশের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার মিষ্টি ইমন,রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে প্রাইজবন্ড দেয়া হয় রামু ফুটবল একাদশের গোলরক্ষক মো: শামি