শেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত
শেরপুর:
‘পর্যটন শান্তির সোপান’ এর প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
আলোচনা সভায় অতিথিরা শেরপুরের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধি ও উন্নয়ন করতে প্রয়োজনীয় নানান পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।