সদ্যপুস্করিনীতে ২ লাখ টাকা ছিনতাই
ক্রাইম রিপোর্টার:
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া বাজারের একটি দোকান থেকে সকাল বেলা ২লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এ ঘটনার পর গত বুধবার কোতয়ালী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোঃ আনোয়ার নামের একব্যক্তি।
জানা গেছে, অভিযোগকারী মোঃ আনোয়ারের দুলাভাই মোঃ মোতালেব মিয়া পলিচড়া বাজারে রড, সিমেন্টের ব্যবসা করেন। ঘটনার দিন সকাল সাড়ে ৮টায় মোতালেব মিয়া রংপুর থেকে ব্যবসার মালামাল কেনার জন্য বাড়ী থেকে আনা ২ লাখ টাকার একটি ব্যাগ টেবিলে রেখে দোকানের সার্টার খুলতে থাকেন। ঠিক ওই সময়ে অজ্ঞাতনামা ৪ জন লোক দুটি মোটরসাইকেল যোগে মোতালেব মিয়ার দোকানের সামনে রেখে দোকানের ভিতরে প্রবেশ করেন এবং রড, সিমেন্ট কেনার জন্য দর দাম করতে থাকে। দর-দাম করার একপর্যায়ে তারা টেবিলের উপরে রাখা টাকার ব্যাগটি নিয়ে দ্রুত দোকান থেকে বের হয়ে মোটরসাইকেল স্টার্ট দেয়। ওই সময় মোতালেব মিয়া ছিনতাইকারীদের মোটর সাইকেলের পিছনের রড টেনে ধরেন চিৎকার করেন। ছিনতাইকারীরা তাকে টেনে হেঁছড়ে ফেলে দিয়ে রংপুর শহরের পালিয়ে যায়। এ ব্যাপারে কথা হলে কোতয়ালী সদর থানার ওসি বজলুর রশীদ জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত আসামীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।