রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পেলেন আরও ৫ শিক্ষক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচ শিক্ষক প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে এই দায়িত্বসমূহ প্রদান করে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক পৃথক দপ্তর আদেশ জারি করা হয়েছে।
দপ্তর আদেশগুলোতে বলা হয়, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের নতুন গ্রন্থাগারিক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ তানজিউল ইসলাম ক্যাফেটেরিয়ার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এই নিয়োগ আদেশ ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।
এ ছাড়া, সহকারী প্রক্টর হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. রহমতুল্লাহ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়সাল-ই-আলম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ইফ্ফাত আরা বাঁধন নতুন দায়িত্ব পেয়েছেন। তাদের এই নিয়োগ আদেশ ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব
সর্বশেষ সংবাদ