মুক্তাগাছায় সরকারি ওয়েবসাইটে তথ্যের অভাব, দুর্ভোগে মানুষ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সরকারি ওয়েবসাইটে হালনাগাদ তথ্য না থাকায় সাধারণ মানুষ অনলাইনে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতার কারণে এসব ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে না। ফলে নাগরিক সেবা প্রাপ্তি যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি মাঠ পর্যায়ে দুর্নীতিও বাড়ছে।

স্থানীয়ভাবে জানা গেছে, মুক্তাগাছা উপজেলা, পৌরসভা, এবং ইউনিয়নসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক ওয়েবসাইট রয়েছে। তবে বেশিরভাগ সাইটেই পুরোনো তথ্য প্রদর্শিত হচ্ছে এবং কিছু সাইটে সর্বশেষ তথ্য হালনাগাদ হয়েছে ২০২০-২১ সালে। এর ফলে নাগরিক সেবা প্রাপ্তি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, দপ্তরের গুরুত্বপূর্ণ নোটিশ এবং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের মতো প্রয়োজনীয় তথ্যের অভাব লক্ষ্য করা যাচ্ছে।

উপজেলার সচেতন নাগরিক মোহাম্মদ সাজাদুল করিম বলেন, “২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪-এর স্লোগান হলো “কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার”। মুক্তাগাছার সাধারণ মানুষকে সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানি ও ভোগান্তি কমাতে এবং সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে তথ্য প্রাপ্তির অধিকার তথা সরকারি ওয়েবসাইটগুলো হালনাগাদ করতে হবে।” তিনি আরও বলেন, “ওয়েবসাইটে নিয়মিত তথ্য প্রদান নিশ্চিত করলে সাধারণ জনগণ ঘরে বসেই বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারবে, যাতে অনিয়ম, দুর্নীতি ও মানুষের ভোগান্তি কমাতে সহায়ক হয়।”

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সচিব জানান, “ওয়েবসাইটে তথ্য হালনাগাদ থাকলে সরকারি ফাইল নষ্ট বা হারানোর সুযোগ থাকবে না এবং দুর্নীতি করার পথও সংকুচিত হবে। জনগণ সহজেই সরকারি সেবা সম্পর্কে জানতে পারবে, ফলে অনিয়মও কমবে।”

স্থানীয় শিক্ষার্থী আকাশ মাহমুদ বলেন, “দেশ এখন ডিজিটাল হয়েছে, কিন্তু মুক্তাগাছা উপজেলায় সরকারি ওয়েবসাইটগুলোর তথ্য হালনাগাদ নেই। বিশেষ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সাইটে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কোনো তথ্য নেই। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাসমূহ সম্পর্কে সঠিক ও হালনাগাদ তথ্য নেই, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, “উপজেলার সকল সরকারি ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেগুলো এখনো হালনাগাদ হয়নি, সেগুলো দ্রুত হালনাগাদ করা হবে।”

সারা দেশের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ তথ্যের সমন্বয়ে জাতীয় তথ্য বাতায়নের আওতায় আলাদা আলাদা ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে, যার মাধ্যমে সাধারণ নাগরিকেরা ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন। তবে মুক্তাগাছায় ওয়েবসাইটগুলো হালনাগাদ না থাকায় সচেতন অনলাইন ব্যবহারকারীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে তথ্য অধিকার প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হচ্ছে এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ বৃদ্ধি পাচ্ছে বলে মত স্থানীয়দের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মুক্তাগাছায় সরকারি ওয়েবসাইটে তথ্যের অভাব
সর্বশেষ সংবাদ