বাকেরগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই কিশোর নিহত
বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জের দুধলমৌ নামক স্হানে ঢাকা – কুয়াকাটা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মটোরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।
২৬/৯/২০২৪ ইং সকালে বাকেরগঞ্জ থেকে লেবুখালী যাওয়ার সময় দুধলমৌ নামক স্হানে গ্লোডেন লাইন পরিবহনের সাথে ধাক্কা খেলে জয় খান (১৬) ও সাইমুন ( ১৭) নামের দুই কিশোর আহত হয়। স্হানীয়দের সহযোগিতা আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার পথে একজন মারা যায়, এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টায় আরেকজন মারা যায়।
দুই কিশোরই বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা আরব আলী খানের ছেলে জয় এবং অপর জন আজিজ খানের ছেলে সাইমুন।