২ দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে কারাগারে প্রেরণ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে ফজলে করিমকে কারাগারে নেয়া হয়।

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত। ২০১৯ সালে মনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ও হেফাজতখানা ভাঙচুর মামলায় দুই দিনের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

একই দিন আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক এই সংসদ সদস্যকে। গত ১২ সেপ্টেম্বর ভারতে পালানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিমকে আটক করে বিজিবি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সাবেক সংসদ সদস্য ফজলে করিমের দুদিনের রিমান্ড মঞ্জুর