চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় চাইনিজ কুড়াল ও কিরিচ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর এশিয়ান হাউজিং এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চাইনিজ কুড়ালসহ ৫টি কিরিচ উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত ২টার দিকে কিছু বাহিরাগত লোকজনের আনাগোনা দেখে সেখানকার স্থানীয় লোকজন ৯৯৯ -এ ফোন দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে না পেলেও পরিত্যক্ত অবস্থায় চাইনিজ কুড়ালসহ ৫টি কিরিচ উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টা দিকে বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মোঃ সোলায়মান জানান, রাত প্রায় ২ টার দিকে এশিয়ান হাউজিং এলাকার একটি পরিত্যক্ত ঘরে বহিরাগত কিছু লোক অবস্থান করছে ৯৯৯ এমন সংবাদ আসার পর দ্রুত ঘটনাস্থলে আমরা যায়।

তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর সহায়তায় পরিত্যক্ত অবস্থায় ৫ কিরিচ/দা উদ্ধার করা হয়। সেগুলো জব্দ করে থানা নিয়ে আসছি।

এ ব্যাপারে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে ওসি সোলায়মান বলেন, যেহেতু ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি তাই উদ্ধারকৃত অস্ত্রগুলো আদালতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় চাইনিজ কুড়াল ও কিরিচ উদ্ধার
সর্বশেষ সংবাদ