শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

গাইবান্ধার সাদুল্লাপুরে গলায় রশি পেচিয়ে বৃদ্ধ নারীর আত্মহত্যা

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বৈষ্ণবদাস (আগপাড়া) গ্রামের মৃত মফিজ আকন্দের কন্যা (৬৩) পাকিজা বেগম ওরফে মর্জিনা ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক সময় বাদ আসর নিজের শোবার ঘরের ধরনার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। পরে খাবার দিতে এসে প্রথমে মৃত পাকিজা বেগমের প্রতিবেশী বেদেনা বেগম ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর চিৎকার চেচামেচি করলে  প্রতিবেশীরা ছুটে এসে দেখে পাকিজা বেগমের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।  পরে রাত্রি প্রায় ৮ টার সময় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানায় যে, নিহত পাকিজা বেগম মানুষ যতটুকু তাকে খাবার দেয় ততটুকু খেয়েই জীবিকা নির্বাহ করেন।  তার ছেলে এবং পুত্রবধূ ঢাকায় থাকতেন। মানসিক সমস্যা ছিল তার এবং প্যারালাইসিস ও উচ্চ রক্তচাপ সমস্যায় ভূগছিলেন নিহত পাকিজা বেগম। এ থেকেও তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা জনমনে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি(তদন্ত) রাজু কামাল বলেন, লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।  তবে যদি নিহতের ছেলে এসে লাশের ব্যাপারে কোনো দাবি না করেন তাহলে লাশ ময়নাতদন্ত ছাড়াই ফেরৎ পাঠিয়ে দাফন কাফন করা হবে। তবে এ বিষয়ে এডিএম এর সাক্ষরিত প্রত্যয়ন পত্র লাগবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গাইবান্ধার সাদুল্লাপুরের সমাজসেবককে ফাঁসানোর অপচেষ্টা * বৃদ্ধ নারীর আত্মহত্যা
সাম্প্রতিক সংবাদ